যা'রা অভিমান করে
স্বদেশ ছাড়ল-
উজানে গিয়ে ঘর বাঁধলো।
তবু অদৃষ্টে অন্ধকার !
প্রকৃতি আজ রুষ্ট হয়ে,
দংশিলো সর্প হয়ে।
অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে,
বাড়িঘর ভেসে যায়।
মন্দ লোকের মন্দ স¦ভাব,
এপার ওপার একি প্রভাব।
সুখের আশে কূল ছাড়লে,
কূল কী মিলে স'জে।
দূর্বলতার বেড়াজালে,
ক্ষত্রিয় অনু রসাতলে।
আর কতকাল রবে তন্দ্রাচ্ছন্ন
বীর মরে হেঁসে হেঁসে।