বিছানার বা'পাশে,
টিনের চালের নিচে নেমেছে স্বর্গ।
অনুভূতি ও আবেগের খেলাঘরে,
জোনাকির জ্যোতি।
এখানে নেমেছে প্রেম রাশি রাশি ,
ভালোবাসার নীড়ে ফাল্গুনী দোলা।
ফেলে আসা রক্তাক্ত প্রান্তরে,
শুভ্র গোলাপের স্তুপ।
চর্ম খোলস ভেদ করে অন্তরে,
ভরে গেছে বসন্তের জ্যোতি।
তুমি বিধি ধন্য তাই,
আমায় দিয়েছ প্রাজ্ঞদ্যুতি।