সেদিন,
দেখেছিলাম হাতে গুনা কিছু স্বপ্ন-
যার শুরুতেই ধরল ক্লান্তি।
সেদিন,
শুনেছিলাম হৃদয় ভাঙ্গার শব্দ-
যার শত আঘাতেও ছিল কত শান্তি।
সেদিন,
বলেছিলাম চেতনামাখা কিছু কথা-
যার মূল্য সবাই করল পদপৃষ্ঠ।
সেদিন,
করেছিলাম সত্যন্বেষের পথে যাত্রা-
যার জন্যে পথে কাঁটা পুতে রাখল তারা।
সেদিন,
গেয়েছিলাম বেচেঁ থাকার গান-
যার ব্যঙ্গ রসে নাম দিল অপেরা,
করল তারা কত অপমান।
তাই-সেদিন,
আর ফিরবে না ঘরে-
দেখবে না কিছু,শূনবে না কিছু,
বলবেনা চেতনায় মাখা বেচেঁ থাকার গান।
সেদিনের বেলা হলো যে,অবসান।।