রিপন মল্লিক

যৌবন তুমি যেন এক নীল অস্পরা,
চাইলে-ই কেউ পায়না তোমার ধরা।
তোমারি আস্ফালনে আজি-
বুনছে সবাই আশার মরিচীকা।
বিশাল মরু পান্তরে তাই তৃণের আনাগোনা।।

যৌবন তুমি যেন পদ্ম পাতার জল,
টেউয়ের ক্ষাণিক স্পর্শে বড় টলমল।
শতদল তোমারে রাখিছে ঘিরিয়া-
ঘোলাটে জলের শিরমনি করিয়া,
তাই তো তুমি আজি এত শত-স্বচ্ছ উজ্জ্বল।।

যৌবন তুমি যেন প্রভাতে উঠা রক্তিম সূর্য,
আলোয় আলোয় ভরাও দুনিয়া,কর সব প্রাণবন্ত।
যেজন দিবসে তোমারে চিনিয়া করে তোমার সঙ্গ-
ঘাম নির্গত তনু করে তুলে তোমায় উদ্দীপ্ত,
সেজনেই তোমাতে চিনে,চিনে না অন্য কেহ।।

(সংক্ষেপিত)