মানবতার খোলসে অর্ধনগ্ন বিবস্ত্র বিবেক!
এ কেমন বীরত্বের চর্চা?
মানুষ গড়ার কারখানায় -
এখনো কী হিংস্র জন্তু জানোয়ার দাবিয়ে বেড়ায়?
জেনেছি আবেগে ভালোবাসা যায়।
শুনেছি আবেগে ঘৃণা করা যায়।
শুনিনি প্রাণ কেড়ে নেওয়া যায়।
জানিনি এক প্লেট ভাতের দামে জীবন চলে যায়।
শুনেছি রাস্তার কোনে রাত কাটানো,
পাগলীটাও মা হয়েছে।
সদ্যজাত শিশুর পিতৃ পরিচয়-
খোঁজে খোঁজে হয়রান হয়েছে উৎসুক জনতা।
তাহলে কী এবার পাগলের জীবনের বিনিময়ে?
মিলবে পাগল পাগলির জন্ম পরিচয়মালা।
এরাই কী দিয়েছিলো?
একটা পাগলিকে কলংকের মালা।
এরাই কী সাজিয়ে দিয়েছিলো?
পাগলের ভাতের থালা।
বিনিময়ে জীবন!
আহা মানবতা!
রংচঙে বিবেক
আবেগের প্রকোষ্ঠ কারায় বন্ধি।
পদাঘাতে আবেগ ঝেড়ে মুছে দাও
আবার শান্তি জাগাও।
আবার শান্তি ফেরাও।।