~বিলাসিতা~

বিলাসিতা সে তো ধনীদের সাজে,
প্রয়োজন টাই মেটানো কষ্টের দারিদ্রতার মাঝে।

হাতে রং পেন্সিল, দামি জ্যামিতি বক্স,
দরিদ্রের সাদা কালো স্লেট পেন্সিল মেটায় তার শখ।

নকশি করা জামা, ইচ্ছে ছেঁড়া প্যান্ট,
দরিদ্রের ছেঁড়া কাঁথা, ছেঁড়া চটিই ব্র্যান্ড।

ধনীদের শিক্ষা কেন্দ্র ইংলিশ মাধ্যম স্কুল,
দরিদ্রের বাংলা মাধ্যম মেরুদন্ডের মূল।

ধনীদের বিলাসিতা চাইনিজ, ইতালিয়ান চাই পাতে,
একবেলা পান্তা খেতে ফোস্কা পড়ে কার হাতে.?

ধনীরা এ.সি ঘরে শীতল হাওয়ায় মোড়ে,
দরিদ্র পেটের দায়ে পিঠের সাত চামড়া পুড়ে।