উনিশে মে নিছকই নয়তো প্রতীক,
সংগ্রামের আঙিনাতে শহীদ নির্ভীক।
সযত্নে লালিত ছিল ভাষার আবেগ,
ঘনালো বঞ্চিত হতে দুর্যোগের মেঘ।
ভাষাতে লুকিয়ে রয় বাঁচার রসদ,
প্রতি পদে লড়বার ঝরে পরা রোদ।
বন্দুকের নলে তারা হয়নিতো ভীত,
বলীদান রক্ত স্নান জয়ে তারা প্রীত।
শিলাচর সাক্ষী ছিল এগারোটা তারা,
ঝরে গেলো বলে গেলো হবোনাতো হারা।
উৎপীড়িতের ক্রন্দনে জন্মাব আবার,
শোধরাতে রণনীতি উঁচু রবে ঘাড়।
ভাষার চাদরে রয় অস্তিত্ব জাতীর।
বঞ্চিত করিলে কারে করিনা খাতির।