স্বাধীনতা ধুয়ে দেব তোমার গায়ের কাদা!
   ধৃষ্টতা আজ মুছে ফেলবো যত আসুক বাধা।
ভাঙন পথে জীবন যাদের নারীর কথা কই,
   বাহুর বল ক্ষীণ তবু  সদা নির্ভীক রই।
কোষের উপর কোষ সাজিয়ে সৃজনে মজবুত!
   লাগে ঘুন  দেশের ভিতে শিহরিত  অদ্ভুদ!
আমি মাতা কিংবা জগৎ লালন করি ক্ষমতা,
   ওরা পথে লাগায় আগুন আমি প্রতিবাদে রতা।
আমার জমি নীরবে কাঁদে ক-কুমারী হতে কাশ্মীর,
   মণিপুর হাতরাস বাংলা দিল্লী উত্কণ্ঠিত অধির!
চেতনা জুড়ে ক্ষমতা লালন শ্বাপদ ওরা নগ্ন,
   থাবায় জড়িয়ে নীল সিরিঞ্জ সভ্যতা করে ভগ্ন।
সমাজ দেহে জ্বলছে আগুন আঁচ আসছে মনে,
   শিরদাঁড়াটা নুয়াইনিতো দগ্ধানো  এই রণে...
দুচোখে আজ গলিত লাভা স্বৈরাচারকে ছুঁবে,
   লোভের তৃষ্ণা উপড়ে আজ স্বাধীনতাকে ধুবে।
আকাশ আধা মোদের দখলে কল্পনা অরুন্ধতী...
   পৃথ্বীও আমরা করবো দখল হয়ে দশভুজা সতী।