শুভ্র শিশির শুভ্র শিউলি শুভ্র মায়ের আঁচল,
শুভ্র মেঘে শুভ্র শান্তি শুভ্র কাশের তল।
শুভ্র আলো চুঁইয়ে পড়ে দেবীর মুখের পরে!
শুভ্র হাসি ছড়িয়ে রয় কুমোরটুলির ঘরে।
ঝরছে সুধা শুভ্র হেম জোছনা ছুঁয়ে যায়,
তারই পারে শুভ্র নয়ন অচীন পুরে ধায়।
দাওয়ার পরে শুভ্র বালক নতুন কাপড় চায়,
একলা মায়ের শুভ্র হাসি আদর দিয়ে ছায়।
শুভ্র ধেনু কদমতলে শ্যাম বাঁশির সুর ,
পাগল মনে শুভ্র রাধা প্রেমেতে ভরপুর!
নুপুর বাঁধা শুভ্র পায়ে রিনিঝিনি বাজে,
শুভ্র সাজে ব্যাকুল রাধা গোপিনীদের মাঝে।
শুভ্র বানী বুকে বেঁধে বুদ্ধ চলেন পথে,
শুভ্র সমাজ গ্লানি মুক্ত চলবে এক সাথে।
অষ্টাঙ্গিক শুভ্র মার্গ পঞ্চশীল নীতি,
শুভ্র মানব তৈরী করো সত্যে নয় ভীতি।