মৃত্যু কেবল মিথ্যে হউক...
মৃত করমণ্ডল এক্সপ্রেসে ভূলুণ্ঠিত কবিতার খাতা,
কোনো নামহীন গোত্রহীন কবির কয়েকটা লাইন,
চাপ চাপ রক্ত আর লাশের মাঝে উঁকি দিচ্ছিল,
"কি করে ভুলবে তোকে মন, তুইযে আমার জীবন"
শব্দগুলো ভগ্ন সভ্যতার পাটাতনে জীবন্ত ছন্দ...
সেদিন সন্ধ্যায় জানালার পাশে হৃদ্য কবি,
জোছনা আলোয় রূপকথার খোঁজে জেগে রইলেন,
মৃত্যু ডিঙ্গানো কবিতার পথে…হয়তবা কবির দেহ
সামিল হয়েছিল পার্থিব মৃত্যু মিছিলে,প্রশ্ন অজানা!
থেঁতলে যাওয়া কামরা,জমাট নিথর কোলাহল,
শুধু মাত্র একটা বাক্যে নিহিত আঁধার চেরা দীপ্তি,
"তুইযে আমার জীবন”…এক শাশ্বত প্রেম পংক্তি।
কে আছেগো জেগে….উদ্ধারকারী দল চেঁচায়,
দমকা বায়ে কবিতার পাতা পতপত করে উড়ে!
তূষ্ণীম্ভাবে সারা দেয়… এই যে আমি জীবন!!