গোত্রহীন আস্তাবলে মাতৃ স্বাদে মেরী,
পরিত্রাতা প্রভু যীশু তাকে মোরা স্মরি।
একটি তারার ওম দিয়ে গেল বার্তা...
দূত করে পাঠালেন ওই সৃষ্টি কর্তা।
অগণিত দলিতের পথে দিয়ে আলো,
দুর্ভাগার স্তব্ধ ঘরে প্রাণ দিয়ে গেলো।
সংকটের পথে শিক্ষা ক্ষমা হোক ধর্ম,
চূর করে দিয়ে গেল আঁধারের বর্ম।
কাঁটার মুকুট শিরে ক্রুশ ঘাড় পরে,
পৃথিবীর শত পাপ রক্ত হয়ে ঝরে!
ক্ষয়রোগে সমাজতো দিল উপহার,
সেই কাঁটা রক্ত ফোঁটা প্রমাণ তাহার!
ধর্ম হোক পরিচিতি সবার কল্যান,
সাম্যের মাঝারে গাও মানুষের গান।।