নবজাগরণে শ্রেষ্ঠ তিনি রাজা রায়।
প্রথম নব্য মানুষ ভারত সভায়।
রক্ষণশীল ব্রাহ্মণ ছিল পরিবার।
বহুমুখী প্রতীভায় ধীশক্তি অপার।
প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির মিলে,
নবভারত গড়িলে পুন্য কর্তা ছিলে।
মণ্ডুক, মাণ্ডুক্য, ইস, কেন এবং কট
বাংলা উপনিষধের সৃষ্টিতে দাপট।
রবি ঠাকুরের তিনি ভারত পথিক,
উনিশ শতকে এক নক্ষত্র সঠিক।
সাংবাদিকতায় তিনি অগ্রদূত সিদ্ধ,
সতীদাহ অনুচিত করেন নিষিদ্ধ।
প্রদীপ্ত প্রমিথিউস আলোর দিশারী,
কৃতিত্ব অপার তার কর্মবোধ ভারী।