মোরা তোমার প্রতিবেশী পাশের দেশে থাকি,
ইসলাম বৌদ্ধ খ্রিস্টান জৈন ভেদ নাহি রাখি।
আমার ভারত গর্ব বুকে সবার হতে সেরা,
পায়ের তলায় শক্ত জমিন দেশ প্রেমে ঘেরা।
এ পৃথিবীর মাঝে মোদের সবার রবে ঘর,
শিকড় ছিঁড়ে কেন হবে আপন দেশ পর।
কাঁটাতারে ছিঁড়বে কেন নিজের অধিকার,
ধর্মান্ধতা দিল এমন ক্ষত সহন করা ভার।
সাম্যবাদের নজরুলতো মোদের মাঝেই রাজে,
জাতের নামে বজ্জাতি যে এখনও বিবেক মাঝে।
বঙ্গ বন্ধুর ইতিহাস কভু পারবে মুছে দিতে,
কলঙ্ক রয় সব ধাপে সত্য ন্যায়ের ভিতে।
জতীয় সঙ্গীতের স্রষ্টা যিনি গুরু তিনি সবার,
স্পর্ধা সাহস কে যোগালো ভাঙলো মূর্তি তার।
এ কেমন দেশ তোমার লাগছে বড় অচেনা,
কি আছে বলো দেশের ভীতে বাড়ছে শুধু দেনা।
মানুষ হয়ে মনুষ্যত্ব হৃদের মাঝও বিবেকহীন,
ওরা পশু মানুষখেকো নিজেরে করলো দীন।
রক্তের ছিটা ছড়িয়ে দেখো সবুজকে দিলো পিষে,
আগামী যদি যায় হারিয়ে পাবেনা বুঝি দিসে।
ঘুড়ে দাঁড়িয়ে প্রতিবাদী হও জুলুমকে করো শেষ,
জালিমকে আজ কোণঠাসা কর বাঁচাও নিজ দেশ।