একমুঠো ভালোবাসা আমি ছুঁড়ে দিলাম পৃথিবীর গায়ে,
আজ ভ্যালেন্টাইন ডে!
যাকে আমার ভ্যালেন্টাইন ভেবেছিলাম
সে অনেক দূরে …নক্ষত্র খচিত আলোয়
মিলিয়ে গেছে সেই কবে...
যাকে ভেবেছিলাম আমার পথের শেষ যাত্রার সাথী.
সে সূর্যের সাথে সেদিন অস্ত গেলো।
কিন্তু আমার হাতের মুঠোয় ধরাই রইলো প্রেম,
এই গোধূলিতে সূর্যকে সাক্ষী করে এ প্রেম
ছড়িয়ে দিলাম আকাশের নীল গায়... কি আশ্চর্য
দেখি আতসবাজির স্ফুলিঙ্গর মতো ছড়িয়ে গেল সব পথে,
বসন্তর দ্বারে এসে দখিন হাওয়াকে দিল নিমন্ত্রণ
সে এসে হৃদের সব কোণগুলি ভরিয়ে দিলো,
পলাশের পারে এসে তাকে ডেকে গেলো জাগতে,
তার প্রতি পাঁপড়িতে মম প্রেম ছুঁয়ে গেলো
চাঁদ এসে মন ঝরনার গায়ে বিছিয়ে দিলো জোছনা,
আর …আরো আরো প্রেমে
মানবতা ছুঁয়ে গেলো খরা, চৌচির ধূসর দিগন্ত...
ভালোবাসার বৃষ্টি বুঝি বিছিয়ে দিলো সবুজ
যে মনে প্রেম নেই সেথায় বর্ষালো আলোর ধারা!
আমি বাতায়নে বসে নিরখি সব,তারপর
জোয়ারের আশে আমি বসে রই কূলে... তুলিব পাল
আসবে আমার প্রেম, বাজবে মোহন বাঁশি
আমি বাতাসের পথে কান পেতে রই...
আমার হাত ধরে সে পৌঁছে দেবে ঠিক, শেষ ঠিকানায় !!