প্রভাতী ফুলের শ্বাস ভরি দিল তারে,
আগমন যবে হল মর্ত্য ধরা পারে।
পাখিরা কূজনে গায় জাগে শ্রেষ্ঠ ঋষি।
পথ ভ্রষ্ট স্বর্গ দূত সৃজনের অসি।
ধরনীর সব কাব্যে দিলে রূপ হাসি,
প্রতিদিন ক্ষয়া চিত্তে পুলকের রাশি।
প্রখর দহন মাঝে তুমি শান্তি ধারা,
এই ভব সিন্ধু পারে ব্রাত্য তুমি ছাড়া।
নব কিশলয় সম নতুনেতে ভরা
অনাদি অতীত তবু কাব্যে ভাঙে জরা।
সেদিনের ঊষা ভালে দিল রাজ টিকা।
জন্মক্ষণ ধন্য তব বিধাতার লিখা।
চিরন্তন এ রবির নির্মাণের সুধা,
পান করে এ নিখিল নেই কোনো দ্বিধা।