পিতা যদি ধরে হাত একশ হাতির বল।
   সারা দুনিয়া হাতের মুঠোয় কদম কদম চল।
ছিলাম ভোরে সাদা পাতা স্বপ্ন চোখের কোণে,
   সুচেতনা   জাগলো সে  এ জীবনের রণে।
তিনি ছিলেন হিমালয় তিনিই  বটবৃক্ষ...
   ছায়া তার গভীর শীতল হারতো  রুক্ষ দুঃখ।
জীবন সফেনে ঝিনুক ভাঙা তিনিই সাদা মুক্ত!
   আড়াল করতো ঝড় প্লাবন ফল্গু ধারা গুপ্ত...
ছড়িয়ে কণক এ দান বীর পথে হয়নি রিক্ত,
   যতই সাহারা করুক গ্রাস হৃদয় স্নেহে সিক্ত।
আজও যখন খুঁজি ডাঙা চলার পথের বাঁকে,
   একটি তারা ঝিলমিলিয়ে স্বজ্ঞা জাগিয়ে রাখে।
দাবদাহের দিনে তুমি মেঘ নামানো ছায়া,
   জোছনা গলা পূর্ণিমাযে দুচোখ ভরা মায়া।
বাবা নামের আকাশ হতে কেউ যদি রয় ছিন্ন,
   ভোকাট্টা হয় স্বপ্ন গুলো চলার গতি ভিন্ন।