পিতা যদি ধরে হাত একশ হাতির বল।
সারা দুনিয়া হাতের মুঠোয় কদম কদম চল।
ছিলাম ভোরে সাদা পাতা স্বপ্ন চোখের কোণে,
সুচেতনা জাগলো সে এ জীবনের রণে।
তিনি ছিলেন হিমালয় তিনিই বটবৃক্ষ...
ছায়া তার গভীর শীতল হারতো রুক্ষ দুঃখ।
জীবন সফেনে ঝিনুক ভাঙা তিনিই সাদা মুক্ত!
আড়াল করতো ঝড় প্লাবন ফল্গু ধারা গুপ্ত...
ছড়িয়ে কণক এ দান বীর পথে হয়নি রিক্ত,
যতই সাহারা করুক গ্রাস হৃদয় স্নেহে সিক্ত।
আজও যখন খুঁজি ডাঙা চলার পথের বাঁকে,
একটি তারা ঝিলমিলিয়ে স্বজ্ঞা জাগিয়ে রাখে।
দাবদাহের দিনে তুমি মেঘ নামানো ছায়া,
জোছনা গলা পূর্ণিমাযে দুচোখ ভরা মায়া।
বাবা নামের আকাশ হতে কেউ যদি রয় ছিন্ন,
ভোকাট্টা হয় স্বপ্ন গুলো চলার গতি ভিন্ন।
পিতাকে নিয়ে অপূর্ব শ্রদ্ধাঞ্জলি। চমতকার ভাবনা, উপমা রূপকে অনন্য নিবেদন। মুগ্ধ পাঠ, "দাবদাহের দিনে তুমি মেঘ নামানো ছায়া "
অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
ভালো থাকো সবসময় প্রিয় বন্ধু।
অনেক ভালোবাসা রেখে গেলাম।
সে তো আর কেউ নন, যাঁর আদরে জীবন হয় ধন্য।
সেই পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের তরে রচিত
অনন্য কাব্যসুধায় মুগ্ধতা রেখে গেলাম।
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।
মানবতা ও পরম জ্ঞানের পরাকাষ্ঠা এ কাব্য ভাব । এমতঃ ভাব বুঝতে গেলে বাবা-মায়ের প্রতি প্রগাঢ় আপনত্ব ভক্তিভর আত্মিক ভাব চাই । তার জন্য সাধনা লাগে , মানবতাবাদী এক অতি অমূল্য কাব্য । ছন্দ কাব্যের প্রতিটি ছত্রে , জীবন ও সাংসারিক মহত্ত্ব তার গরুত্ব
পূর্ণ জ্ঞানবান যোগসূত্র গড়ে উঠেছে, সুন্দর সব উপমায় কাব্য প্রকাশ ,মুগ্ধ !!
শুভসন্ধ্যা , প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
সন্তানকে রাখে জড়িয়ে তবে;
সন্তান বুঝতে করে ফেলে দেরি অনেক সময়!