গুগলদাদা সবার প্রিয় আট বা আশি হোক,
হাতে পেলেই দূরে যায় একঘেয়েমি রোগ।
স্ক্রিন টাচএর জাদু ছায় সবার চোখের পর!
সবার মনে বয়ে চলে অন্তর্জালের জ্বর!
বাচ্চারা সব মাঠ ভুলেছে অমলরা একা ব্যস্ত,
নীতি কথা বোঝেনা কেউ ফোনের ডেটায় ন্যস্ত।
বইএর বোঝা ঘাড়ের পরে মুঠো যন্ত্রে নেশা,
পড়ার ফাঁকে বয়েস ভুলে বেহিসাবী দিশা।
মন্দির আর মসজিদগুলো ব্রাত্য অধিকাংশ,
টাচ ফোনের হাতছানিটা করলো অধিক ধ্বংস!
নগ্ন শিশুর তিতো সবি বল কিংবা খেলনা,
মায়ের হাতের আই ফোনটাই প্রিয় সব ফেলনা!
গুগলদাদার আধিপত্য ক্রমেই চলে বেড়ে,
মগজটা সব বিশ্রামেতে চোরা বালি ঘেরে!
রঙিন জগত শিশুর মুঠোয় চোখের কোণে লোভ,
কাঁচা বয়স সতর্ক হোক নইলে আঁধার কোপ।
নেবার মতো নিলে পরে মিটেই যায় গোল,
বিজ্ঞানতো থামবেনাযে বাজায় জয়ের ঢোল।
একটি শপথ নিলে যেনো থামবে গোলোযোগ,
নিয়মানুবর্তিতা ফেরাবে পথ সমাজের দুর্ভোগ।।