মৃত্যু মাঝে গ্রাসে তাপ অসহ্য বেদনা,
চির শান্তির ওড়না ঢাকে হৃদয়ের দেনা।
ভবে এলে হবে যেতে এক ফর্মূলা,
পুরা সত্যে আজ মাখ হারানোর ধূলা।
এ যাবার পথ পাশে শান্তির স্তব,
উৎকণ্ঠার যত ধাপ হয়েছে নিরব।
গণিত তত্ত্বের হিসাব যত করলেও জয়,
শরীরের জটিল অঙ্কে এলো পরাজয়।
সমাজের কোণে কোণে ছড়ালি যে জ্ঞান,
তাতেই আজ সার্থক ভবে এ তপনের মান।
মালা হতে ঝরলো ভুয়ে আর একটি মণি,
জ্ঞানভাণ্ডারে পূর্ণ তোর এ অক্ষয় খনি।
ফুলের সুবাস শান্ত কায়া চির ঘুম চোখে,
চেনা চেনা পথ পিছে রয়ে গেলো শোকে।
এ অনন্ত পথ মাঝে যাত্রা হোক শুভ,
এ পার্থনা পথ মাঝে মঙ্গল হোক তব।