বিত্ত তুমি মহেশ্বর আদি ও অনাদি।
ত্রিবাঙ্কম যযামহে তব নাম সাধি।
আঁধারে প্রদীপ তুমি দিন বন্ধু স্বামী।
তোমার চরণে পৃথ্বী এ আঁধারে দামী।
তপস্যা মগন তুমি তুচ্ছ যত ভোগ।
নীল কণ্ঠে পিয়ে নাও পৃথিবীর রোগ।
আশুতোষ উমাপতি ত্রিনয়ন ধারী।
ক্রোধে তব ভস্ব হয় পাপ অনাচারী।
স্বয়ম্ভু ধ্যান মগ্ন তিনি পশুপতি।
তব নামে অহঙ্কারে ত্যাগে প্রাণ সতী।
ভষ্ম ও রুদ্রাক্ষে কায় ভূত প্রেত যক্ষ।
তাণ্ডব প্রলয় নৃত্যে কাঁপে রাজা দক্ষ।
নারী প্রতি সম্মানের প্রচণ্ড দৃষ্টান্ত।
নটরাজ ত্রি লোকের তিনি অনন্ত।