বুকের মাঝে মহেঞ্জদারো রক্ত আলোয় ঢাকা,
পৃথিবী তখন কর্মব্যস্ত ছিলাম ধুলোয় মাখা।
কোন পথিকের বাঁশি শুনে মেলি আবার চোখ,
প্রতি পদে জমাট কালো ঘরের ধুলোয় শোক...
সংসারের বাতায়নের কেমন বোজা আঁখ,
শ্বাসের বায়ু কম ছিলোতা ছিলনা কোথা ফাক।
মুক্তিগুলো প্রতি দরজায় প্রাণ ভিক্ষা চাইতো,
বঞ্চনার ওই কালো ধোঁয়ায় আকাশখানি ছাইতো।
ভয়ঙ্কর বাজের ঘায়ে ভূলোক আমার দুলতো,
মৃত্যু স্মৃতি দগ্ধানো মন স্বরলিপি ভুলতো।
ক্ষয় আর লয়ে সে পথ কালো নেইতো কভূ আলো,
মহেঞ্জদারো মরুর মাঝে জীবন তলিয়ে গেলো...
ধ্বংস মাঝে কোন সে কৃষক বিছিয়ে দিল সবুজ,
সব ভুলে আজ নতুন হই মনযে বড়ো অবুঝ।