আজ আমি এই আসরে কয়েকটি কথা বলতে চাই,
প্রথমে আসরের সমস্ত কবিদের শ্রদ্ধা জানাই।
আমার এই চরম দিনে পাশে থেকে নিজ নিজ ভাবনাতে আমাকে বাঁচার প্রেরণা দিয়েছেন যারা,তাদের প্রতি আমি সত্যই কৃতজ্ঞ।
এ জীবনে আমার ভালো থাকার মন্ত্র হারিয়ে গেছে।
তবু চেষ্টা করি কিছু আঁকড়ে ধরতে, সে আমার কবিতা…
সংসারের মাঝে কিছুটা সময় করে আমি হয়তো লিখবো।
নিচের এই কবিতাটি ছিল আমার প্রথম পোষ্ট।
আজকে সেটা সম্পূর্ন সত্যি হয়ে ধরা দিল।ভুল হলে ক্ষমা পার্থী।
কবিতা তোমার
নির্মল সজীব লেখাগুলোর প্রাণ,
আকাশ থেকে ছিনিয়ে
নিয়ে আসে পবিত্রতার রঙ।
তুমি কোটি কোটি সাদা মুক্তা সমুদ্রের।
তুমি দুরন্ত এক ঝড়ো বাতাসে
ভরিয়ে দাও, হৃদয়ের প্রতিটি কোণ।
সোনালী চিলের ডানায় ভর করে,
উড়ে এসে বসে স্বপ্ন!
বাঁধে বাসা হারিয়ে যাওয়া মনে।
ক্ষয়ে যাওয়া মানুষ গুলো
খুঁজে পায় সজীব জীবন, তোমারই প্রেরণায়।
তোমার মায়াময় দৃষ্টির জাদুতে সৃষ্ট প্রত্যয়,
পৃথিবীর প্রতিটি কোণের জঞ্জাল
উপরে ফেলার দৃঢ় অঙ্গীকার।
তোমার মাঝে কতো উদাসী পায়,
জীবন যুদ্ধর সজীব ঠিকানা।
কবি খুঁজে পায় বনলতা সেনকে।
সত্যি সব কথা তোমাকেই বলা য়ায়,
হৃদয়েরর প্রতিটি কোণের রক্তাক্ততা
তোমাকেই দেখানো য়ায়।
সত্যিকারের বন্ধু করা যায়,
মনের সব জানালা খুলে...
তোমার বুকে উপুড় করা য়ায়
স্মৃতি জমানো কৌটায় ভরা
সুখ দুঃখের হাজারো রঙিন অতীত।
সৃষ্টি করা যায় ভবিষ্যৎ।
কবিতা...তুমি শাশ্বত।