সন্ধ্যা আলোয় ঝিলমিল করে দু চার ছোটো তারা,
   চেনায় মা আঙুল তুলে  বাঁচে  তাদের ছাড়া।
রক্ত যুদ্ধ মিটে গেছে বেশ কয়েক মাস হলো
   মুক্তিযোদ্ধা  শহীদ হলো সত্যি কি কিছু পেলো...
রেখে গেলো সংগ্রাম পথে নিথর ইতিহাস!
   শিক্ষায় নেব জুলুম  চাঁড়লে খড়গ উঁচিয়ে ধাস।।।
কেমনে কাটে মোদের বেলা জিজ্ঞাসিলি তোরা,
   হৃদপিণ্ডটা  উপড়ে  গেছে জীবন্ত লাশ মোরা।
চিরকাল শোন বেঁচে থাক  বিকাসনা মোটা দামে,
    সমাজ তাহলে আঁধারে ঢুববে  বর্বরতার খামে!
চার ধারে ঘটে কত হাহাকার অন্যায্য অন্যায়,
   পৌঁছাবে কেবা বিচারের দ্বারে মনেতে বেসুরো গায়।
চেতনা জাগাবি সমাজের কানে পিছু হটিসনা কভু
   তোরাই হলি কণ্ঠ দিনের নির্যাতিত হোস তবু...
সাংবাদিকতা  কিংবা কবি যদি খুন হয় পথে,
   জানবি সমাজে ঘুন ছেয়েছে  মলম পাবেনা ক্ষতে।