হে নায়ক যুব নেতা প্রণমি তোমায়।
মৃত জড়া পিছু হটে তব পদ ঘায়...
বুকে দীপ্ত প্রত্যয় আর দেশের তরে জনম,
মিলিয়ে গেল তব সত্তা অচিনপুরে গমন!
দেশত্ববোধের রোদ আর প্রখর নিজ মেধা,
পিছু হটতে বাধ্য হলো ভয়ঙ্কর ক্ষুধা।
ধূ ধূ খরা চারধারে দুর্যোগ আর প্রলয়ে,
আসলো নব সূর্যালোক ভাঙা দেবালয়ে।
হৃদয়ের অন্তরালে যে সিংহাসন রয়,
তব মুখ দেখি তাতে আলোকিত ময়।
প্রিয় ছেলে কার ছলে সরে গেলে গুপ্ত,
কান্না ভেজা চক্ষু মার হয়নি আজও লুপ্ত।
দিনের প্রখর সূর্য তুমি দেহে মনে ঋদ্ধ,
স্বধীনতার প্রথম কিরণ তোমা বিনা বিদ্ধ!
সংগ্রামের দীর্ঘ পথ হয়নি আজও সিদ্ধ,
এখন ঘুরে শেয়াল রাজা বিষ হৃদে লুব্ধ।