তেরো বছর খরার পরে আবার তৃষায় বৃষ্টি,
ছিলো বুঝি রুক্ষ শুষ্ক তীক্ষ্ণ মনের দৃষ্টি!
জেতার বল হারায়নিতো নিশ্চিত এক তিল,
তাইতো এলো পূর্ণাঙ্গ জয় আনন্দ অনাবিল...
অখণ্ড ভারত উঠলো নেচে এক লহমায়
চিরকাল এমন খুশি মোদের দিকেই যায়!
ভারত মায়ের আইকন ওরা উজ্জ্বল করা মুখ,
কোটি কোটি ভারতবাসীর নির্ভেজাল এ সুখ।
এক সমুদ্র ঢেউএর মাথে ঝরছে লক্ষ খুশি...
এত দিন যা রয়েছিল মনের মধ্যে পুষি!
আছে নিশ্চয় হার জিত হৃদয় ভাঙার কাল,
তবুও বাঁচে জেতার সত্যি ধরে কেউতো হাল!
এ জয় শুধু জয় নয়তো জীবন জয়ের গল্প...
আটটি ম্যাচে আটটি জিত কাজতো নয় অল্প!
অদম্য অজেও অপ্রতিরোধ্য জিতলো ভারত ফাইনাল
এক সাথে আজ পা মিলিয়ে ধরি জয়ের তাল।
কোহলি রোহিত বুমরাহ বাহ্ কয়েকটা আরো সূর্য...
জেতার পথে সবাই দামী বাজলো জয়ের তূর্য।।