বসন্ত বায় আবেশ ছায় খোলরে দুয়ার খোল,
   হলুদ নেশা পলাশ  মেশা মনের কোণেতে দোল!
বাজে  মাদল  আবোল তাবোল  এ পাহাড়ের দেশ,
    মহুয়া বনে পাগল  মনে উঠছে খুশির রেশ।

কোমড় দোলে শত দুখ ভুলে ছন্দে মজেরে কবি,
   খুশির রাতে ওদের সাথে গাঁথবে নতুন ছবি!
জোছনারা ঝুঁকে মনের সুখে বিছানো পুরা গাঁথা,
   রবির গান জাগায় প্রাণ আঁধারে জাগার প্রথা।

মৌমাছি নাচে মধুক শাখে খুশির মনযে দোলে,
   আবীরের ফাগে অনন্ত জাগে আশার কল্লোলে।
নবীনে ছায় এই মধু বায় রিক্ত বকুল ঝরা,
   কোকিলের তানে ফাগুন গানে বিদায় হোক জড়া।

মরীচিকা যত বাধা শত হোক আজি ব্যবধান,
   নতুনের হাতে সত্যের পথে স্থিত হোক নয়ান...
সময় শরীরে শান্তি ভীড়ে কাটে বারুদ দূষণ
   আলোর গান বাঁধুক প্রাণ থামুক বিদ্রোহী রণ।

মনের তারে উঁকি মারে শ্বাশত কবিতার মুখ!
   হিংসা ঘুচে কালিমা  মুছে নামুক অনন্ত সুখ।
আলোকবর্ষে  চলুক হর্যে আনন্দ করলো চাষ...
   অন্তর্জাল মাঝে মন আজ খুঁজে মেঘ কালিদাস!!




যদিও গ্রীষ্ম লিখলাম বসন্ত পর্যায়ে ...