তুই ছিলি তো লাগতো মাতন সন্ধ্যা দীপের আগায়,
   তুই ছিলি তো লাগতো দোলা প্রভাত শিষের ডগায়!
তুই ছিলি তো আশার আলো উঁকি দিত পূবে,
   তুই ছিলি তো হাজার রঙে ছিলাম আমি ডুবে।
তুই ছিলি তো রোজ জিতেছি  ভীষণ মহা রণে,
   তুই ছিলি তো লক্ষ প্রদীপ জ্বলতো আমার মনে,
তুই ছিলি তো জোছনা সুখে নিকিয়ে নিতাম উঠোন,
   তুই ছিলিতো হৃদে মোর সাতটি রঙের গঠন!
তুই ছিলি তো চোখের পাতায় নামতো মিষ্টি রাত!
   তুই ছিলি তো সুখের সূর্যে ভরতো প্রতি প্রভাত।


তোর বিদায়ের সমন যখন পেলাম আমি হাতে,
   পৃথিবী আমার গেলো টলে ডুবি গহন রাতে!
দিলি কেন ফাঁকি আমায় করলি জীবন ব্যর্থ,
   বাঁচার মানে পাইনা খুঁজে নাইতো তার  অর্থ!
চূর্ণ হয়ে প্রতিদিন ধূলার মাঝে মিলাই,
   ক্ষত বুকে কেমন করে নতুন স্বপ্ন সাজাই...
এত কালের জমিয়ে রাখা হাজার খুশি মোর,
   কফিন বন্দি হিম ঘরেতে আসেনা নতুন ভোর!
অচেনা  হলো এই পৃথিবী আঁধার পথে একা,
   স্মৃতির লতা জড়িয়ে শুধু ধ্বংসে বিভীষিকা।