তোমার তরণী ভরা সহস্র মানিক,
আমি যুগ যুগান্তের তৃষিত অনিক!
ফুটিফাটা বৈশাখের এক ভূমিখণ্ড,
মুহুর্মুহু ধ্বংস ঝড়ে পথ লন্ডভন্ড!
তোমার সৃষ্টি ধারায় সদ্য অঙ্কুরিত,
তব দীপ্তি ছায় মন রয় সত্ত্বা প্রীত।
জীবনে আনন্দ যবে খরায় শুকায়,
তোমার প্রেরণা গানে হৃদয় বর্ষায়।
দিলে শিক্ষা মর্ম মাঝে বিচ্ছুরিত সুখ
অনুকূল কভু নয় জীবনের মুখ।
আছে দুঃখ আছে মৃত্যু তবুও আনন্দ,
শত বজ্র হানে শির কাটেনাতো ছন্দ।
জাগিয়া উঠিল বিশ্ব তোমার প্রভায়,
নও ম্রিয়মান কভূ নিখিল সভায়।
আন্তরিক শুভেচ্ছা জানবেন কবি,ভালো থাকুন নিরন্তর।
অফুরান ভালবাসা ও শুভেচ্ছা রইল নিরন্তর।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, প্রিয় কবি।
কবির জ্ঞানবান জীবনবোধের বাণী পেলাম,-কাব্যে মুগ্ধ -আপ্লুত ।
শুভসন্ধ্যা , অশেষ শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
অনেক-অনেক শুভ কামনা রইল।