হৈমন্তী ঋতু কন্যা এ বিকেল তোমার।
শিশিরের শব্দে ভরা এ জোছনা তোমার।
কৃষকের উৎকণ্ঠার এ শষ্য তোমার।
শীতের আগমনীর এ বার্তা তোমার।
শিউলি হিমঝুরি দেবকানচন তোমার।
নতুন ধানের মিষ্টি গন্ধ এ বুঝি তোমার।
সমৃদ্ধির সোনালী উদ্ভাস জানি তোমার।
হিমহিম কুয়াশায় ঢাকা মুখ তোমার।
নদীর শ্বাসে হেমন্ত ঝড় জানি তোমার।
রিক্ততার হরিদ্রাবর্ণ একান্ত তোমার।
ধানের ভারে নুইয়ে পড়া স্বপ্ন গোছা তোমার।
হেমন্ত সমীরণ যৌবনের জলতরঙ্গ তোমার।
প্রকৃতির গালিচায় বাদামি,সোনালি তোমার।
এ হেমন্ত গানে ঝরা পাতার সঙ্গত তোমার।
দ্বৈত সত্তা হেমন্তের সুখ দুঃখ তোমার।
পান্ডুলিপি আয়োজনে এ মুখ তোমার।