এমন শ্রাবণ ঝরছে আজ আঁধারে নাচে বিজুলি
রজনীগন্ধা সাধছে গান মনের দ্বার খুলি,
নীরব ঘরে অতীতের স্মৃতি শত ঢেউ তুলে ঘিরে
ফোটায় ফোটায় জলছবি আঁকে মনের দেওয়ালে ধীরে।
কহিলে নিভৃতে সেদিন নিশায় এমন ঝড়ের রাতে
এ ঘরে যদি বান আছড়ায় বাঁধ দেব এক সাথে।
প্রথম শ্রাবণ ভাঙলো মনের যত কঠিন দ্বার
জলোচ্ছ্বাসে সুখের প্লাবনে কাটলো মনের ভার।
তোমার আকাশ ঝুঁকে ছিল আমাকেই ভর করে
গভীর কালো মেঘের দাপটে দিশাহীন তার জ্বরে।
একদা আকাশে নতুন রোদ রামধনু এলো ঘিরে
নতুন পৃথিবী আপন করলে বদলে গেলে ধীরে।
চলতে পথে পাড়ি দিয়েছি অজানার পথে একা
কালো অঙ্গারে হৃদয় কপাট ভেতর না যায় দেখা,
সিঁড়ি আমি সত্য পথের আকাশ পানে মাথা
ডিঙিয়ে সবাই স্বার্থ ছোঁয় চিরকালের প্রথা।।