সেদিন ছিল শীতের ভোর সেদিন বিশের কোঠায়,
দৃঢ় মনের প্রত্যয় লেখা প্রতি শিশির ফোঁটায়!
একত্রিত হলাম সবাই পিকনিকের মাঠে,
মাঠ নয়তো প্লাটফর্ম জীবন যুদ্ধের তটে!
তারপরে সব যে যার মতো হয়নি দেখা আর…
কত সময় কত যুগ হয়ে গেল পার।
ছিলনতো ইনস্টাগ্রাম ছিলনা অন্তর্জাল।
তাই ছিল সব নিজের মতো নীরব এত সাল।
হঠাৎ করে মুঠো ফোন এলো সবার হাত,
ভিড়ের মাঝে হারানো মুখ দেখি একসাথে!
কেউ হয়েছে কেরাণী পুলিশ কেউবা মাষ্টার ,
কেউবা রোদে রঙ খোঁজে কেউবা ডাক্তার।
কেউবা এখন নিজের মতো কেউবা দেখে চাঁদ!
কেউ এখন স্মৃতির পাতায় জীবন কারো নিখাদ।
জীবন গ্রাফের লাইন এখন সবার নীচের দিকে,
সবার মুখেই হাসি থাকুক মনটা না হয় ফিকে।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
সুন্দর বলেছেন , অপূর্ব ছন্দ কাব্য ! মুগ্ধ ।
শুভরাত্রি , শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
তাই ছিল সব নিজের মতো নীরব এত সাল।"
বাহ!
দারুন কাব্যিকতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম,
খুব, খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।