বৃদ্ধ যুবা যেই হোক ঘরের অতিথি,
গুরুজ্ঞানে তার সেবা গৃহস্থের রীতি।
যে রাজা শত্রকে কভু পারেনা চিহ্নিতে,
রাজ্যতে সংকট তার ধ্বংস রাজ ভীতে।
হাতি, ঘোড়া, শৃঙ্গধারী হতে দূরে রও,
দুর্জনের কাছে মনে সতর্ক জাগাও।
মিষ্টভাষী পরিশ্রমী করে সব জয়,
শিক্ষিতের বিদেশেও নেই কোনো ভয়।
কর্ম যজ্ঞে হয়ে ব্রতী সত্য পথ ধরে,
অর্থতে ভরবে সেতো সুখ রবে ঘরে।
মন যদি হয় খাঁটি বৃথা দেবালয়,
পবিত্র স্থানে গমন অর্থহীন হয়।
ধন মান অধমেরা, মধ্যমেরা ধন,
উত্তমেরা মান চায়, জানে সর্বজন।
অসাধারণ একটা কবিতা উপস্থাপন করলেন,
যা, যে কাউকেই অভিভূত না করে পারবে না।
আপনার জ্ঞানের গভীরতায় মুগ্ধতা রেখে গেলাম।
চমৎকার সনেট ভালো লাগল।
অনেক-অনেক শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচছা, প্রিয় কবি।
শুভবৈকাল , শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
চমৎকার লিখেছেন প্রিয় কবি।
কাব্যিক অভিনন্দন জানাই।..