শান্তির আজ পূর্ণিমা দেখো  মুক্তির মেঘ পাশে,
   চোখের গ্রাফে আকাশ মেঘে বুদ্ধ মূর্তি ভাসে।
গ্রহণ কলঙ্ক যুদ্ধ ধ্বংস মানবতার পাশে লয়,
   ন্যায় ভক্তি শান্তির দ্বারে আঁধার সদা ক্ষয়।
বুদ্ধ বিলায় শান্তির রাখি মনের শত সুধা।
   তাকে জড়িয়ে মনের তৃপ্তি নাশে হিংস্র  ক্ষুধা।
শান্তির দূত সদাই গিলে যাপিত ক্ষুব্ধ অনল।
   তাপ দহনে শীতল বরিষ ঘুড়ে দাঁড়াবার বল।
বুদ্ধ তিথি নয় বৌদ্ধর নয়তো কোনো জাতির।
   মুক্তিকামী সব মানুষের জাতি সংঘের প্রাচীর।
বুদ্ধ বাণী চিরন্তন বয় পরমার্থিক শাশ্বত।
   সত্য নির্লোভ নির্মোহ বিত্তে দেখি বৈভব হত।
শীল সমাধি প্রজ্ঞা সাধনায় যদি হতে চাও শুদ্ধ।
   অষ্টাঙ্গিক মার্গ নীতি জীবনে হও বুদ্ধতে রুদ্ধ।
আত্ম শক্তি পরম সম্পদ মুছে জীবনের যুদ্ধ।
   তৃষ্ণা বিমুখ নির্বান লাভে মহামতি সেই বুদ্ধ।
বিনয়ে আজ সুশিক্ষিত হও সুভাষিত বাক্য।
   সৎ সঙ্গর সংস্রব পথে শৃঙ্খলাবদ্ধ ঐক্য।