ওগো নিঠুর মরণ, তুমিযে শ্যামের গড়ন!
শত জ্বালার কায়া, করগো তুমি বরণ।
তুমিতো তাপ জুড়াও, তৃষিত বুক ভরাও,
শান্তির পথ খুঁজে, চির মুক্তিতে জুড়াও।
বিজন পথ হেথা, পাইনে তব দেখা,
কতো কাল বাকি, যাব ওপার একা।
বাতায়নে কাঁদে চাঁদ, পাতে মায়ার ফাঁদ!
হেলায় কাটি বাঁধন, ভাঙি ক্ষয়িত বাঁধ!
টিমটিম দীপ জ্বলে, উদার গগন তলে!
তপ্ত ঝটিকা হানে, হৃদয় দিয়েছি খুলে।
ঝরে স্মৃতির পাতা, যত্নে রাখি বৃথা,
হারায়না কোনো ক্রমে, পিছন নেয় হেথা।
এসোনা ভরাও মোরে, চাবনা পিছে ফিরে।
অঞ্জলি দেব পায়ে,দুখ কুসুমের ভিড়ে।
পরম তৃপ্তি মেলে, হৃদয় দিই তুলে,
সংশয় মুছে ফেলে, বরণ দীপ জ্বেলে।
বন্ধুর চলা পথ, পুরিলোনা মনোরথ।
নামে ব্যর্থ রাত, বাঁধা দৃঢ় শপথ।
ভাঙলো ঝড়ে সাধন, ক্ষয়িত দিন যাপন।
রোজ সরাই আঁধার, করো মোরে আপন।