মোদের বিবেকে বিদ্রোহী বীর হয়নি এখনো ক্লান্ত,
   নজরুল সাথে ন্যায় বাঁচাতে হবেনা হৃদ শান্ত।
পথ ছেয়েছে সত্য মৈত্রী তব সৃষ্টির ফুলে,
   একটি বৃন্তে দুটি কুসুম সাম্য হাওয়ায় দুলে।
এ হাওয়া বুঝি হবেনা ঝড়  বাঁধুক বজ্র শিকল,
   আঁধারে ঠিক হদিস পাবই আলোর খনির তল।
পীযুষ  বহনে  সৃজন জ্ঞানে  কালজয়ী আজ তুমি,
   দুঃখের তটিনী গান বুলবুল তোমারে সদা নমি।
তুমি ভেঙে নিজেকে রচি বিবর্ণ এই পথ,
   চেতনার ফুল কাব্যের ধ্বনি দৃঢ়তায় মতামত।
তুমি আদর্শ তুমি টর্নেডো  চিরকালের নির্ভীক,
   তোমার দুয়ার মৌলিক রয় অগ্নিবীণার দিক।