ছেড়ে এসেছি আমার প্রিয় ঝলমলে এক শহর,
ছেড়ে এসেছি ঝারবাতিতে আমার সাজানো ঘর।
আমি ছেড়ে এসেছি সেথায় এক তারায় ভরা আকাশ,
আমি ছেড়ে এসেছি জীবন পথের সুখের যত শ্বাস।
আমি ছেড়ে এসেছি কফিন বন্দী আমার যত স্বপন,
আমি ছেড়ে এসেছি হিম ঘরে রক্ত ভোরের তপন...
আমি ছেড়ে এসেছি তানপুরাতে জীবনের গান,
আমি ছেড়ে এসেছি সেই আঙিনায় সবটুকু প্রাণ...
আমি ছেড়ে এসেছি প্রজাপতির মন্ত্র পরা শপথ,
আমি ছেড়ে এসেছি শিউলি ঝরা সোনা আলো পথ।
আমি ছেড়ে এসেছি মত্ত হাওয়ায় যৌবনেরই পল,
আমি ছেড়ে এসেছি কালের হাতে যত নোনা জল।
আমি ছেড়ে এসেছি বাঁচার মানে বাতাস অক্সিজেন,
আমি ছেড়ে এসেছি জীবন পথের কাজের সাইরেন।
ছাড়তে জানি হয় সবকে দম্ভের যৌবন।
বার্ধক্য জড় জাপটে ধরে কালের এই মন।
বাপের বাড়ি ছেড়ে কন্যা নতুন ঘরের আসে,
ছাড়তে হয় সাজানো জীবন উৎকণ্ঠার পাশে...
প্রিয় জনকে ছাড়তে হয় এটাই কালের নিয়ম,
সবার তরে ফর্মুলা এক নয় বেশি বা কম।
সিলেবাস পূর্ণ হলে ছাড়তে হয় জীবন ,
চলার পথের দামী ক্ষণ বরণ করে মরণ।
হাত বাড়ালে পাইনা নাগাল ব্যাপ্তে কঠিন জ্বর।
দীপ কভু নিভে গেলে আঁধারে জমাট ঘর।