সোনা সোনা আলো মাখা বসন্ত আজ দ্বারে,
যৌবনেরই সোনার কাঠি ছোঁয়ায় ধুলির পারে।
কচি কচি পাতার সাজ বন দেবতার গায়ে,
কিংবা পলাশ রাঙায় বসন আবির দিয়ে ছায়ে।
নীল দিগন্ত মিশে গেলো সরষে ফুলের ভুয়ে,
প্রজাপতির নাচন লাগে ফুলের পাপড়ি ছুঁয়ে!
দখিন বাতাস গুনগুনিয়ে নতুন খবর বহে,
বসন্ত রাত অধেক চাঁদ প্রেমের কথা কহে!
ঢেউএর মাঝে লক্ষ মণি রাত জোছনায় তট,
মত্ত পবন বহে সুবাস উতলা মনের পট।
হারিয়ে যাওয়া কোন অতীত ক্ষণিক বুঝি জাগে,
প্রাণের মাঝে কোকিল গীতে বুঝি আগুন লাগে!
এতো আলোর বন্যা আর মধুর বেহাগ রাগে!
মুছে যায় সব কালিমা এই জাদুর ফাগে।
সাতটি স্বরের গাঁথা মালা জড়িয়ে ধরে হাত,
ঝিরঝিরিয়ে ভেজায় মন স্বপ্ন ভরা প্রাত।
সুখের প্লাবন ভাসিয়ে নিয়ে যায় আলোর পথে
সত্যি আসে বসন্ত বালা স্বর্গ সোনার রথে।