মানুষের মনে বারুদের স্তূপ পাহাড় সম  জমা,
   সত্যের পথে দেওয়া নেওয়া  করবেনা কারে ক্ষমা।
নতুন বিপ্লব দেখবে বাংলা নবজাগরণের  কাঁধে,
   উত্তাল ঢেউ প্লাবন হানবে রুধবেনা কোনো বাঁধে।
অধিকার আজ লুট হয়  রাজতন্ত্রের হাতে,
   শোষনের কলে আর্তনাদ থামবে নতুন প্রাতে।
শোন রে যুবা শোন কিষাণ মনেতে রাখিস বল,
   অধিকার আজ ছিনিয়ে নিলে ভাঙরে কপট ছল।
মনের মাটি খুঁড়ে রাজা দেখরে সত্যি আজ,
   আঁধার ঘেরা সমাজ পথে ছুটাস কপট রাজ।
যুদ্ধের সেই বেলা ভূমিতে জাগবে ইতিহাস,
   স্বাধীনতার আলোক পথে কেউ হবেনা নিরাশ।