বাবা মানে প্রকৃত কি শেষ হয়না কথা!
বাবা মানে ভরসা গভীর শীতল মনের ব্যথা!
বাবা মানে বুলডোজার সম্মুখ চলার পথে।
বাধা বিঘ্ন গুড়িয়ে মুক্ত আবর্জনা হতে।
বাবা মানে মন আকাশে জীবন্ত ধ্রুবতারা!
সঠিক আলো জীবন পথে করেনা দিশাহারা,
বাবা মানে আকাশ ভাঙা এক পশলা বৃষ্টি...
সেই ধারাতেই ধুয়ে যায় সকল অনাসৃষ্টি।
সংসারের লাঙল কাঁধে কৃষ্টিতে ধরে ফল,
দুহাতে সে আঁধার সরায় বাধার বিন্ধ্যাচল।
বাবার মুঠোয় আঙুল সপে প্রথম পথ গড়া,
বন্ধুর হউক নেইতো ভয় আঁধারে দীপ চূড়া।
বাবা নিত্য পাহার কাটে দেখায় নতুন পথ,
সহনশীল কর্মযজ্ঞে ব্রতী মনোরথ।
পাঁজর হলেও বেদন ক্ষত মুখে সবুজ হাসি,
সদা জাগ্রত প্রহরী কিংবা সৃজনশীল চাষি।।
আমার বাবা আমার খুব ছোটোবেলায় ওপারের ডাকে সারা দেন।