ঘন বরষা ঝরছে ক্রমে মত্ত দেখি পবন,
নিটোল সলিল ধরিত্রী ছোঁয় স্বস্থিতে এই ক্ষণ।
বিজুলির অসি দাপিয়ে বেড়ায় মেঘের আড়ম্বর
আঁধার গগন আলোকিত করে বাজ কড় কড়।
দিনের আলো করে ম্লান ঘন কালো মেঘে,
বৃষ্টির গান ছড়িয়ে পরে মনের কোণ জেগে!
জন কোলাহল মুদিল নয়ন উপভোগী হয় মন,
তৃষিত ধরা হলো সরসা মাটিতে বরিষ মগন।
আষাঢ়ের ভোর করছে স্নান সূর্য লুকিয়ে ঘুমে,
কদম বেলী হাসনাহানা বাতাসকে বুঝি চুমে।
বৃক্ষের সারি ঝরঝর ধারে দুহাত বাড়িয়ে রয়,
নেমে এলো শান্তির দূত আনন্দ ধরা ময়।
বাদলের খেয়া বাইছে মাঝি তির্যক বারি ঝরে,
জলের উপর বর্ষণ দেখি গুঞ্জন তুলে ফেরে।
মেঘমল্লার সুরের ছোঁয়া মাঝির নয়ন মাঝে
অভাবি দেহে খুশির জোয়ার পাঁজরের প্রতি খাঁজে।