মাতৃভক্তি ভূষণ যার দীপ্ত প্রখর মেধা
যুক্তবাদী হে সমুদ্র সংস্কারের ক্ষুধা।
অধেক সমাজ শ্রীহীন অন্ধোকারে ঢুবে
শিক্ষা বিহীন নারী সমাজ ধুঁকতো বজ্র ভারে।
যাতনা ওদের অন্তর বিঁধে উপদেষ্টাকে বিদ্ধ,
একাই এলেন সূর্যসম বিধবা বিবাহ সিদ্ধ।
ছড়িয়ে দিলন শিক্ষা সুবাস প্রতি নারীর মনে
পুষ্ট বিবেক আঁধারের দীপ বিদ্যা কুবের ধনে।
বক্ষ ছিল করুণা ছাওয়া দুঃখী জনের বর্ম
লৌহ সম কঠিন জেদী মানবতা তার ধর্ম।
তাহার জ্ঞানে বাংলা ভাসে প্রত্ন এক বৃক্ষ
আজো নারী তাঁর ছাতায় জ্ঞান গরীমায় দক্ষ।
পৌরুষে তার কোণঠাসা কলুষিত ওই ধর্ম
সবার উর্ধে মানুষ সত্য পরিচয় হবে কর্ম।
বর্ণপরিচয় প্রথম আলোয় কচিকাচা ভাসে
মর্মে রেখে বোধদয় মুক্তি নীলাকাশে।
এ অর্ণব অগ্নি শুষে জুরায় মনের তাপ
সারা দেহের কোষে সুবাস দেবতা নিষ্পাপ।
আকাশ ধরায় ব্যপ্ত শীর ঔদ্ধত্ব রয় জব্দ
সাহেব কিংবা ধর্মান্ধর মূক হয় শব্দ।