একুশ তুমি কারগো বলো ...একুশ তুমি কার!
সেই রক্ত মাখা মাটি বলে এ বুঝি আজ তার,
একটা গোটা জাতির হৃদয় বলে নিশ্চিত তার!
কবরের বুকে শান্তির শ্বাস জানান দেয় তার।
কৃষ্ণচূড়ার লালের বাহারে হাসছে ভাষার চোখ!
বরকতদের অর্জিত সুখে মলিন হয়েছে শোক।
মুক্ত বাতাস ছিনিয়ে নিতে হৃদয় দিল হুংকার,
মুষ্টিতে ন্যায় বারুদের স্তূপ বিজলির টংকার।
গোটা সভ্যতা পা মিলালো দিল চুমু আধা চাঁদ!
নতুন সূর্য ভাষার গায়ে ভাঙলো কাড়ার ফাঁদ।
দিন বদলের ক্রান্তি রেখায় কালবৈশাখী জেগে,
জুলুম যদি আবার জাগে ছুটবে অসি বেগে...
ঐতিহ্যের এ রক্ত লড়াই শুধুতো নয় ভাষার,
অস্তিত্ব ও সংস্কৃতি সোপানে মানবোনা কভু হার।