(কবি চণ্ডী দাসের বৈষ্ণব পদাবলী অবলম্বনে)  

জগতের নাথ তুমি হে সখা
আমার আরাধ্য ধন
অবলা অখলা যা বল আমারে
সয় সবই মন।

বন্ধু, তুমি যে আমার প্রাণনাথ
হৃদয় নিংড়ে বলি
তোমার পরশে আদেশে অনুরাগে
কঠিন পথটা চলি।

অকূল আঁধার এই ভব পারাবার
কোথায় তার শেষ!
তুমি যদি থাকো সাথে সাথে, হবে
সব পরিতাপ নিঃশেষ।

দেশে সমাজে ভুলোকে দ্যুলোকে আর
আপন কাকে ভাবি!
তুমিই আমার দেবতা হে চির সখা
জীবন মরণ সবই।