বলতে পারিনি যে--
মৈত্রেয়ী

তুমি আমায় ডেকেছিলে
আম কাঁঠালের বনে
জাম লিচু আর জামরুলের
পাগল করা ঘ্রাণে।
যেতে যেতে অথৈ পাথার
নাও ছিলনা ঘাটে
কেঁদে কেঁদে ঘুমিয়ে গেলাম
সর্ষে তিলির মাঠে।
ঘুমের ঘোরে তোমায় দেখি
মাথার কাছে বসে
হাত বুলিয়ে দিচ্ছ তুমি
আমার সকল ক্লেশে।
যখন ঘুম ভাঙলো আমার
বাজলো কানে বাঁশি
বলতে তোমায় পারিনি গো
ভীষণ ভালোবাসী।