যার প্রেমে ডুবে মরি
সে কি ধরে হাত!
প্রেম নামে বুঝলাম
বেহাল বরাত।
যার দুখে দিন রাত
চোখ ছলছল
সে দেখি বিনা দুখে
হাসে খলখল।
যার ছোঁয়া পাবো বলে
আশায় থাকি
সে কদম, কুঞ্জ বনে
নাচে একাকী।
স্বপ্নে যার বাঁশি
কানে শুধু বাজে
সে নিমীলীত চক্ষুতে
নিজ কাজে মজে।
যার তরে সর্বদা
থাকি অপেক্ষায়
সে আমায় চিনল না
মরি হায় হায়----- (তিনি আমার প্রভু শ্রী গোবিন্দ)