কবি ও কবিতা সব সময় আলাদা হয়না ।কবিতার মধ্যে কবির পারিপার্শিক পরিবেশ যেমন থাকে, তেমন তার সাথে থাকে কবির চলমান জীবনের অভিজ্ঞতা আর ফেলে আসা জীবনের ছায়া। কবি কল্পনার জালে আকৃষ্ট হয়ে যেমন কবিতা লেখেন আবার বাস্তবতাও সেখানে অনুপস্থিত নয়। কবির কল্পনা জাগরণেই হয়। শুধু কোন ঘটনা শুনে বা কিছু ভালো লেগে গেলে তাকে কল্পনার ক্যানভাসে তুলি জল রঙ দিয়ে ফুটিয়ে তোলেন । এখানেই কবিদের সাথে অন্য মানুষের চাহিদা ও মানসিকতার তফাৎ ।
অনেক নিরস পরিবেশে থেকেও কবিকে কবিতায় সরসতা বব্জায় রাখতে হয়। আর সকল মনোবিদদের সাথে সিগমুন্ড ফ্রয়েডও বলেছেন , কবিতা ফুল আর গান প্রতিটা মানুষই ভালবাসেন; কেউ প্রকাশ করতে পারেন কেউ পারেননা। আসলে অভিব্যাক্তিটাই কবিদের ক্ষেত্রে হয় অসাধারণ এবং বিস্ময়কর।