হরিৎ আলের পথ বুঝি ভিজেছে!
পা দুটো সিক্ত কেন ?
কিন্তু বাতাসে বৃষ্টি কণার গন্ধ নেই,
দু চারটে জোনাকি আলো ছড়ায়
ছায়া কালো নির্জন পথে,
সারমেয়র গর্জনও নেই,
কোন শিকারী নিঃশব্দে পদচারণা করছে,
লক্ষ্য বোধহয় অনামী অভাজন কিছু কীট।

তারা মানুষ নামের আখ্যায়িত কোন
জীব বা প্রাণী নয়---
পথ পিচ্ছিল, শুধুই পা হড়কে যায়,
আগুয়ানের ইচ্ছা কে পশ্চাতে টানতে চায় কারা!

আর কাঁটা ভরা ক্যাকটাসের মতো লতানো
গুল্ম গুলো পেঁচিয়ে ধরতে চায়-
পূর্বাচলের দিকে অগ্রসর হওয়া চরৈবেতি
উল্লাসের পদ যুগল কে।