এক মাসে যতগুলো লেখা দিয়েছি তার মধ্যে প্রেম আর মৃতু সম্পর্কেই বেশি লিখেছি। মৃত্যু চিরন্তন অমোঘ শাশ্বত। এড়িয়ে যেতে কেউই পারবনা। একটা জন্ম একটা মৃত্যুরই জন্য। তাই তাঁকে প্রতিটি মানুষেরই স্মরণ করা উচিত। আমি ওই মৃতুকে
নিজের সখা বা প্রেমিক রূপেই দেখি। কবির কথায় ' আমরা যেন
মৃতুকে দেখে ভ্য় না পাই। তাঁকে যেন সাদরে গ্রহণ করতে পারি'।
  
  আমি কোলকাতায় কাব্য-পিপাসু মানুষের কাছে প্রেমের কবি হিসাবেই পরিচিত।মৃত্যু সম্পর্কে তেমন কিছু প্রকাশ করিনি এই ভেবে যে, লোকে মৃত্যুকে কেমন ভাবে নেবে ! মহান মৃত্যুকে
যে লোকে এমন সহজ ভাবে গ্রহণ করবে ভাবিনি । যখন সকলে এই বিষয়ে এতো আগ্রহী , আমি প্রেমের পাশাপাশি মৃত্যুকেও রাখলাম আমার লেখায় । আজ থেকে আমি মৃত্যু-প্রেমের কবি।

(যদি মৃত্যু সম্পর্কে আরও কিছু ধর্মগ্রন্থ অবলম্বনে লিখি তাতে আপত্তিকর কিছু হবে কি-না বা ব্যান করা হবে কি-না জানলে
খুশি হব )  

"মৃত্যুকে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে----"