মনে রেখো----
জুতো বিক্রি হয় এসি ঘরে
আর বই বিক্রি হয় পথ পরে।
দুর্নীতিবাজ থাকে পাঁচ তলায়
আর সৎ গুনীজন গাছতলায়।
কিছু যদি নিতে চাও
প্রাণ ভরে জ্ঞান নাও,
যদি মন উঁচু হয়
দান করো, নেই ভয়।
যদি ধারণের কথা বলো
ধৈর্য ধরে পথ চলো,
যদি কিছু ত্যাগ করো
অহম কে আগে মারো----