মেঘলা আকাশ, মেঘলা বাতাস
মেঘলা আমার মন
বন্ধু তুমি বর্ষা রাতে
কোরছ কি এখন?
করাল মেঘের করাত করাত
ভীষণ বাজ পড়ে
চিলেকোঠায় ঝনঝনানিয়ে
প্রবল বৃষ্টি ঝরে।
কাগজের নৌকা ভাসান
আজ কি পড়ে মনে?
এই বর্ষায় কেমন করে
ভিজতাম দুই জনে!  
এক আঙিনায় দোঁহার ঘর
বেরা পাঁচিল কই
তোমার আমার নিত্য মিলন
আনন্দ থই থই।
আজ বৃষ্টি তেমনি ঝরে
তুমি আমি দূরে
শ্রাবণ গগন মেঘে মেঘে
তাই গর্জন করে?