লোকে বলে, ভালো বাসী
আমি বলি, মন্দ বাসী।

লোকে বলে, বুকে আশা
আমার কাছে সব নিরাশা।

বলে লোকে, তুমি, আমি
ভেতর জানেন অন্তর্যামী।

লোকে বলে, সব আমার
সত্য এটা, শূণ্য চারিধার।

কবি বলে, কবিতা লিখি
আমি বলি, মিছে ফাঁকি।

প্রেমিক বলে, তুমি হীন সব বৃথা
আমি বলি, ডাহা মিথ্যে কথা।

কাব্যবন্ধু, তোমার আমার মিল!
এখানে করো না গরমিল----